Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্পতিক কর্মকান্ড

বিআরডিবি নওগাঁ জেলার চলমান কর্মপ্রয়াসের অংশ হিসেবে চলমান কর্মসূচী/প্রকল্পসমূহঃ আবর্তক কৃষি ঋণ, গ্রামীণ মহিলা উন্নয়ন, একটি বাড়ি একটি খামার, পিআরডিপি-৩, পল্লী জীবিকায়ন প্রকল্প, সদাবিক, পল্লী প্রগতি প্রকল্প, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের কর্মসংস্থান, আদর্শগ্রাম-২ প্রকল্প এবং গুচ্ছগ্রাম প্রকল্প। চলতি আর্থিক বছরে উল্লেখিত কর্মসূচী/প্রকল্পসমূহের সমিতি গঠনের লক্ষ্যমাত্রা ১১ টির বিপরীতে ০টি, সদস্যভর্তি ২২০ জনের বিপরীতে ৪৯ জন, সঞ্চয় জমা ৪০.০০ লক্ষ টাকার বিপরীতে ৪১.৩৫ লক্ষ টাকা, শেয়ার জমা ৯.০০লক্ষ টাকার বিপরীতে ১২.১৬ লক্ষ টাকা। সুফলভোগীদের বিভিন্ন উৎপাদনমুখী ও আয়বর্ধনমূলক কর্মকান্ডের উপর প্রশিক্ষণ প্রদান করা হয় ৭১১৮ জনকে। ঋণ বিতরণ ২০৩০.০০ লক্ষ টাকার বিপরীতে ১৬৬৬.৫৫ লক্ষ টাকা, ঋণ আদায় ২২৭৫.০০ লক্ষ টাকার বিপরীতে ১৫৫১.৯৪ লক্ষ টাকা। আদায়ের হার ৬৮%। মেয়াদোত্তীণ ৬৬৯.০৭ লক্ষ টাকা। ১১ টি উপজেলার মধ্যে ১টি উপজেলায় সর্বমোট ০১টি জোড়াবাড়ি রয়েছে।