Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

এ কার্যালয় থেকে আপনি যে সব  সেবা ও সহযেগিতা পেতে পারেন।

 

০১।            মূল কর্মসূচী সহ অন্যান্য সকল প্রকল্প/কর্মসূচী যেমন সমন্বিত দারিদ্র বিমোচন কর্মসূচী(সদাবিক),পল্লী প্রগতি প্রকল্প(পপ্রপ),পজীপ এর আওতায় সমিতি/দল গঠন সম্পর্কিত সকল প্রকার তথ্য সরবরাহ করা হয়।

 

০২।            সোনালী ব্যংক ঋণ,আবর্তক কৃষি ঋণ সহ সকল প্রকল্পের ঋন বিতরন সম্পর্কিত তর্থ সরবরাহ করা হয় ।

 

০৩।            সচেতনতা বৃদ্ধি,নেতৃত্বের বিকাশ ব্যাবস্থাপনা,হিসাব ব্যাবস্থাপনাসহ পেশা ভিত্তিক দক্ষতা উন্নয়ন মূলক প্রশিক্ষন

                  প্রদান সম্পর্কিত তর্থ সরবরাহ করা হয় ।

০৪।             বৃক্ষরোপন ও স্যানিটেশন সম্পর্কে উদ্বৃদ্ধকরন কর্মকান্ডে সহযোগিতা।

 

০৫।             নারী ও শিশু নির্যাতন ও যৌতুক প্রথার বিরূদ্ধে সচেতনতা বৃদ্ধিতে সহায়তা।

 

০৬।             কৃষি উপকরন সংগ্রহ,সরবরাহ ও ব্যাবহারে সহযোগিতা।

 

০৭ ।            জেলার আওতায় উপজেলাসমুহ থেকে প্রদত্ত বিভাগীয় সেবার তথ্য।

 

০৮।             জেলা অথবা জেলার আওতাধীন উপজেলা পর্যায়ের যে কোন অভিযোগের প্রতিকার বিধান।

 

০৯।             এই অফিসে সকল কর্মকর্তা/কর্মচারী সংশিস্নষ্ট সকলের সাথে ভাল আচরন করতে অংগীকারাবদ্ধ।

 

আজই বিআরডিবি পরিবারের সদস্য হউন।

সমৃদ্ধ ভবিষ্যৎ বিনির্মানে বিআরডিবিকে আপনার পাশে রাখুন।